
শাকিবের সিনেমায় তানহা মৌমাছি
কথা ছিল শাকিব খান অভিনীত ‘মামলা হামলা ঝামেলা’ সিনেমায় কাজ করবেন তানহা মৌমাছি। আর এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে।
তবে ওই ছবির শুটিং শুরুর আগেই শাকিব খান অভিনীত অন্য একটি ছবিতে দেখা যাবে তানহাকে। শনিবার ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন তানহা। নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা।
‘নামলে আমি পথে লেগে যায় জ্যাম’ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। আর কণ্ঠ দিয়েছেন ঐশী। শনিবার রাত ১০টা পর্যন্ত এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে তানহাকে নাচতে দেখা গেলো।
শুটিং উপলক্ষে ফ্লোরটি আলিশান বারে পরিণত হয়েছে। আর ভিলেনরা সেখানে মদ পান ও তানহার নাচ উপভোগ করছেন।
তানহা জানালেন, প্রথমবারের মতো আইটেম গানে কাজ করছেন। গানের প্রেক্ষাপট ও আয়োজন সবকিছু ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছেন তিনি। গানটি দর্শকরা উপভোগ করবেন বলে বিশ্বাস তার।
এর আগে তানহা মৌমাছি অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’ এবং ‘অনেক দামে কেনা’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে।
উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। শিগগিরই কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।