
যে রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে গোটা দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালআগামী ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। বাংলাদেশের ইতিহাসে এ রাতকে কালো রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিহতদের স্মরণে এ দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
২৫ মার্চ ও ২৬ মার্চ দিবস পালন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ আমাদের জাতীয় জীবনের জন্য এক বেদনাময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই এ কর্মসূচি নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ- আপনারা এ কর্মসূচি পালন করবেন। এক মিনিটের জন্য নিজেদের ইলেকট্রিক সুইচ বন্ধ করে রাখবেন। তবে হাসপাতালসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।
২৬ মার্চের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সারাদেশে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে চারস্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ করা যাবে না। প্রতিটি জেলায় ও উপজেলায় এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে। স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান করতে হলে পুলিশের আগাম অনুমতি নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।