
ফের বাবা হলেন সোহম
বিনোদন.ডেস্ক।।
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী আবারও বাবা হলেন। অভিনেতার স্ত্রী তনয়া গতকাল শুক্রবার একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। এই দম্পতির ঘরে আরও একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম সাঁঝ চক্রবর্তী। ২০১২ সালে তনয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহম।
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোট বউ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন সোহম। পরে ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু মুখ থুবড়ে পড়ে ছবিটি। ২০০৯ সালে ‘প্রেম আমার’-এ অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘লে হালুয়া লে’, ‘শুধু তোমারই জন্য’সহ বেশ কিছু ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে তাকে।