
পপিকে ছেড়ে শিলার কাছে ইমন
কথা ছিল ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় পপি সঙ্গে জুটি বেধে অভিনয় করবেন অভিনেতা ইমন। কিন্তু হঠাৎ করেই বদলে গেল নায়িকার এই নায়ক। সিনেমাতে পপির বিপরীতে ইমনের অভিনয় করার কথা থাকলেও সেখানে এখন দেখা যাচ্ছে আমিন খানকে। পপির নতুন নায়ক হয়েছেন তিনি। আর ইমনের বিপরীতে জুটি হয়েছেন শিরিন শিলা। বিষয়টি জানিয়েছেন ইমন নিজেই।
‘সাহসী যোদ্ধা’ সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এ বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘শুরুতে অন্য একজন নায়িকার কথা ভাবছিলাম। পরে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। শিলার সঙ্গে চুক্তি হয়েছে। ইমনের সঙ্গে চরিত্রটিতে শিলাকে ভালো মানাবে।’
উল্লেখ্য, ‘সাহসী যোদ্ধা’ ছাড়াও কিছুদিন আগে ‘আমার সিদ্ধান্ত’ নামে একটি সিনেমাতে জুটি হয়েছেন ইমন ও শিলা। এ বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হয়।
এদিকে বৃহস্পতিবার থেকে ঢাকার উত্তরায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতে ইমন ও শিলার অংশের শুটিং শুরু হয়।
এই সিনেমাতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন পপি। ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতে ইমনের চরিত্রটি একজন আয়কর কর্মকর্তার।
৩ এপ্রিল পর্যন্ত চলবে এর শুটিং। সিনেমাতে আরও অভিনয় করবেন অভি, রিপা, সুব্রত, রেবেকা, ববি, ফরহাদ প্রমুখ।