
তোফা-তহুরা প্রায়ই কান্নাকাটি করছে
ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকায় এখন একদম গরম সহ্য হয় না দেশব্যাপী আলোচিত কোমরে জোড়া লাগানো যমজ দুবোন তোফা-তহুরার। তাদের স্বজনরা এমনটি জানিয়েছেন।
স্বজনরা বলেন, তোফা-তহুরা দীর্ঘদিন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছিল। যার কারণে তারা এখন গরম সহ্য করতে পারে না। স্বাভাবিক অবস্থায় থাকতে তাদের আরও কিছুদিন সময় লাগবে। তারা আরও জানান, গরমের কষ্ট থেকে বাঁচতে ইউএনও স্যার তাদের বাড়িতে ৫০ ওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে দিয়েছিলেন। বর্তমানে সেটিতে বেশিক্ষণ চার্জ থাকে না। তাই প্রায়সময়ই কান্নাকাটি করে দুবোন।
রাজধানীতে টানা সাড়ে চার মাস চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারি বাড়িতে ফিরেছে তোফা-তহুরা। বর্তমানে তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানার বাড়িতে আছে।
সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. সোলায়মান হোসেন বলেন, তোফা-তহুরার বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য ইতিমধ্যে ডিজাইন ও টেন্ডার করা হয়েছে। এরপর ওয়ার্কঅর্ডার, কনস্ট্রাকশন, লাইন টানার কাজ করা হবে। তারপর সংযোগ দেওয়া হবে। সবমিলিয়ে প্রায় তিন মাসেরও বেশি সময় লাগতে পারে।
এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় গত বছরের ১২ সেপ্টেম্বর তোফা-তহুরাকে দেখতে গিয়েছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া। সে সময় তোফা-তহুরার বাড়িতে দ্রুত বিদ্যুৎসংযোগ দিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছিলেন তারা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর কোমরে জোড়া লাগানো অবস্থায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানার বাড়িতে তোফা ও তহুরার জন্ম হয়। বিষয়টি আলোচিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদেরকে ৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৬ অক্টোবর তাদের প্রথম অস্ত্রোপচার করা হয়। এর পর ২০১৭ সালের ১ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।