পৃথিবীর যে পাঁচ নদীর সৃষ্টি জান্নাতে
নিউজ ডেস্ক।।
যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে প্রবাহিত কয়েকটি জান্নাতি নদীর নাম বলুন। আপনি হয়তো আশ্চর্য হয়ে প্রশ্নকারীর মুখের দিকে তাকিয়ে থাকবেন। এটাও কি সম্ভব জান্নাতে উৎপত্তি আর দুনিয়ায় প্রবাহিত হচ্ছে সেই নদী? কিন্তু হাদিসেই এসেছে এমন কয়েকটি নদীর নাম। হাদিসের বিবরণ অনুযায়ী এ নদীগুলোর উৎপত্তি জান্নাতে আর প্রবাহিত হচ্ছে দুনিয়ায়।
আর সে নদীগুলোর ব্যাপারে দুটি বিবরণ পাওয়া যায়, প্রথম বর্ণনায় চারটি নদীর নাম এসেছে। তাহলো জাইহুন, সাইহুন, ফুরাত ও নীল। (বুখারি ও মুসলিম)
অন্য বর্ণনা মতে, হজরত ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. বলেছেন, পাঁচটি নদী জান্নাতে সৃষ্টি হয়ে দুনিয়াতে প্রবাহিত হয়েছে। আর তা হলো, জাইহুন, সাইহুন, দজলা, ফুরাত ও নীল। (হাশিয়াতুস সাভি) সূত্র : উর্দু দৈনিক আজাদ







