
শাকিব খান কি নিয়ে এক্সাইটেড?
বিনোদন ডেস্ক।।
দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘চালবাজ’। অনেক দিন ধরেই ছবিটি রয়েছে আলোচনায়। অবশেষে মুক্তির মিছিলে সামিল হয়েছে এটি।
এরই মধ্যে ট্রেলার দিয়ে দর্শকের তুমুল আগ্রহ অর্জন করেছে ‘চালবাজ’। গত ৩ মার্চ প্রকাশের পর ট্রেলারটি বেশ প্রশংসা পেয়েছে।
এদিকে ‘চালবাজ’-এর টাইটেল গান বৃহস্পতিবার (৮ মার্চ) অন্তর্জালে প্রকাশ হবে। বিষয়টি নিশ্চিত করে এসকে মুভিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় শাকিব খান বলেন, বন্ধুরা কাল প্রকাশ হচ্ছে ‘চালবাজ’-এর টাইটেল গান। হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড। সুতরাং, দেখতে ভুলবেন না।
‘চালবাজ’-এর টাইটেল গানটি গেয়েছেন শাদাব হাশমি। এর মিউজিক করেছেন স্যাভি।
কলকাতার সফল নির্মাতা জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম ও আশীষ বিদ্যার্থী প্রমুখ।