
শাকিবের চালবাজ নকল, দেখুন আসল চালবাজ (ভিডিও)
বিনোদন.কম।।
কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন নতুন ছবি চালবাজ। কিন্তু পরিচালক যে তামিল ছবি সুবরামারিয়াম ফর সেল কপি করেছেন সেটা চালবাজের ট্রেলার দেখলেই বোঝা যায়। হারিস শঙ্কর পরিচালিত সুবরামারিয়াম ফর সেল ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। এদিকে শাকিব-শুভশ্রী অভিনীত চালবাজ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত। ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট এমন প্রচারণাই করেছে এতদিন।
যদিও রোববার ইউটিউবে প্রকাশিত চালবাজ- এর ট্রেলারে দেখানো হয়েছে এটি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের একক ছবি। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চেয়েছিল তারা। একাধিকবার চেষ্টা করেও অনুমতি পাননি। তাই চালবাজ কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হয়েছে। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের ভাষ্য, প্রযোজকেরা মনে করেছিলেন, অনুমতি ছাড়াই শুটিং শেষ করে পরে ফাঁকফোকর দিয়ে অনুমতি নিয়ে যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দেবেন। কিন্তু চলচ্চিত্রে সেই অনিয়ম আর হবে না।
নকল ছবি ও যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগ নিয়েই কলকাতায় আগামী পয়লা বৈশাখে চালবাজ মুক্তি পাবে। জানা গেছে, দাপ্তরিক কাজ সময়মতো শেষ করতে পারলে একই দিনে অথবা এক সপ্তাহ পরে আমদানি নীতিমালা চুক্তিতে ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এবার দেখে দিন আসল চালবাজ। মানে সুবরামারিয়াম ফর সেল ছবিটি।