204826

ঐশ্বরিয়ার নাচের স্টেপগুলো নকল করলেন কোহলি (ভিডিও)

বিনোদন.ডেস্ক।।

বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফর শেষে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন। ভারতীয় এই অধিনায়ককে কখনও দেখা যাচ্ছে ট্যাটু পার্লারে নতুন ট্যাটু করাতে, আবার কখনোবা স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তার ছবির প্রিমিয়ার শোতে। জাতীয় দল থেকে পাওয়া এই ছুটিতেই বন্ধু গগন গুজরালের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়ে আলো কেড়েছেন অধিনায়ক।
বন্ধুর বিয়েতে অবশ্য অচেনা এক কোহলিকেই খুঁজে পাওয়া গেল। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল ডান্স ফ্লোরে একাই কিস্তিমাত করে দিচ্ছেন তিনি। যেন তেন নাচ নয়, বলিউড ডিভা ঐশ্বরিয়া রাইকে নকল করেই নাচতে দেখা গেল কোহলিকে।

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া অভিনীত ‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানের ঐশ্বরিয়ার নাচের স্টেপগুলোই নকল করে দেখান কোহলি। ঐশ্বরিয়াকে নকল করে নাচার কোহলির সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

অনুষ্ঠানে কোহলি ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মার পরিবারও। ভাইরাল হওয়া ভিডিওতে আনুশকাকে কোথাও দেখা যায়নি।

ad

পাঠকের মতামত