202811

নির্বাচনের আগেই সরকারকে সমঝোতা করতে হবে : মওদুদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মওদুদ বলেন, ‘তারা (সরকার) বলার চেষ্টা করে যে, খালেদা জিয়াকে জেলখানায় রেখে বিএনপি নির্বাচন করবে। ওদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তো বলছেন। আমি বলতে চাই, তাকে (খালেদা জিয়া) ছাড়া বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো দিন হবে না। কারণ সেই ধরনের নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করবে। আপনারা (সরকার) নির্বাচন পর্যন্ত যেতে পারবেন না। তার আগেই সমঝোতা করতে হবে।’

খালেদা জিয়ার জামিন প্রাপ্তির বিষয়ে নেতাকর্মীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আদালত ওই যে রেকর্ড কল করিয়েছেন, সেটা না করলেই পারতেন। কোনো দিন শুনি নাই যে, রেকর্ড কল করে জামিন দেয়। তারপরও আদালতের অধিকার আছে। আমরা সেটা মেনে নিয়েছি। রেকর্ড আসলেই উনার (খালেদা জিয়া) জামিনের আদেশ হবে। আমি বিশ্বাস করি তিনি জামিন লাভ করবেন।’

‘কারণ আমাদের সুপ্রিম কোর্টের যত সিদ্ধান্ত আছে সে অনুযায়ী তিনি জামিন পাওয়ার অধিকারী। তিনি একজন মহিলা, তিনি ৭২ বছরের বয়স্ক তার অধিকার আছে’-বলেন মওদুদ।সরকারের ‘একতরফা’ নির্বাচনী প্রচারণারও সমালোচনা করেন তিনি।

মওদুদ বলেন, ‘দেশে চমৎকার গণতন্ত্র চলছে। একদিকে আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরকারি খরচে, সরকারি উড়োজাহাজে গিয়ে জনসভা করছেন এবং ভোট চাইছে নৌকা মার্কায় ভোট দিতে। আর যে নেত্রী তাদের বড় চ্যালেঞ্জ, যে নেত্রীকে সবচেয়ে বেশি ভয় করে, যে নেত্রী তাদের যে কোনো একজন নেতা-নেত্রীর চেয়ে বেশি জনপ্রিয়, যে নেত্রী কখনো কোনো আসনে পরাজিত হননি। তাকে কারাগারে বন্দি করে রেখেছে।’

মওদুদ আরও বলেন, ‘এই নির্বাচন কমিশন একটি তল্পিবাহক প্রতিষ্ঠান।তারা ভান করে তারা স্বাধীন। তাদেরকে তো আমরা চিনি। সরকারের কথা মতো কাজ করে তাহলে তো নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। আজকে এই কমিশনকে বলা উচিত যারা তফসিল ঘোষণার আগে বড় বড় জনসভা করছে তাদের চিঠি লেখে জানানো এসব বন্ধ করুন। নইলে বিএনপিকে এই সমান অধিকার দেন, যাতে বিএনপি জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে পারে।’

সভায় সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা ফোরকান-ই আলম, ফরিদা ইয়াসমীন, নুর জাহান মাহবুব প্রমুখ বক্তব্য দেন।
সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত