
‘লজ্জা হয় না, আবার বড় বড় কথা বলে’
নিউজ ডেস্ক।।
সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু বলেছেন, ‘প্রশ্ন ফাঁস আগে হয়েছে, এখনও হচ্ছে- এটা কোনো যুক্তি হতে পারে না। আগে হয়েছে- এটা কি কোনো যুক্তি হল? আগে মানুষ অন্যায় করেছে, চুরি করেছে বলে আমরাও করব?’
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অর্জন দু-একটি অপকর্ম দিয়ে ম্লান করে দেওয়া হবে, এটা হতে পারে না। দু-একজনের ব্যর্থতা আওয়ামী লীগ নেবে না। শেখ হাসিনা নেবে না। আমরা নেব না। যারা পারবেন না, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগে লোকের অভাব নেই।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে দুর্নীতি করে অহঙ্কার করা হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে। এতিমের টাকা মেরে খেয়েছেন। লজ্জা হয় না, আবার বড় বড় কথা বলে। এখানে শেখ হাসিনার কোনো হাত নেই। কোর্ট তাকে শাস্তি দিয়েছে। এতে তারা চিৎকার করছে। আদালত স্বাধীন। সেখানে তো আমাদের কোনো হাত নেই।’ দৈনিক আমাদের সময়