
৪৮ ঘণ্টা ‘বন্দি’ হোটেলের ঘরেই! স্বামী ফিরলেও ফেরেননি শ্রীদেবী
বিনোদন ডেস্ক।।
শ্রীদেবীর মৃত্যুতে এবারে সামনে উঠে এল নতুন তথ্য। একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী, মৃত্যুর আগে আটচল্লিশ ঘণ্টা হোটেলের ঘর ছেড়ে বেরননি শ্রীদেবী।
ওই নিউজ চ্যানেলের দাবি অনুযায়ী, দুবাইতে আত্মীয়ের বিয়েতে গেলেও দু’দিনের জন্য মুম্বইতে ফিরেছিলেন শ্রীদেবীর স্বামী বনি কপূর। কিন্তু দুবাইতেই থেকে যান অভিনেত্রী। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। শনিবার রাতেই হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
এই তথ্য সত্যি হলে প্রশ্ন উঠছে, মৃত্যুর আগের আটচল্লিশ ঘণ্টা কেন হোটেলের ঘর ছেড়ে বেরোলেন না শ্রীদেবী? তবে অসুস্থ বোধ করছিলেন তিনি? বনি কপূরের ভাই অভিনেতা সঞ্জয় কপূর অবশ্য দাবি করেছেন, হৃদরোগ জনিত কোনও সমস্যাই ছিল না শ্রীদেবীর।
এ দিকে মৃত্যুর পরে দুবাইতেই শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত করা হয়। তাঁর দেহ আনার জন্য মুম্বই থেকে শিল্পপতি অনিল অম্বানির চার্টাড বিমান রওনা দিয়েছে। রবিবার রাতেই শ্রীদেবীর নিথর দেহ নিয়ে সেই বিমানের মুম্বই ফেরার কথা। উৎস: এবেলা।