202503

মদিনায় ভয়ংকর শীলা বৃষ্টি (ভিডিও)

সৌদি আরবের মদিনায় রোববার প্রচণ্ড শীলা বৃষ্টিতে অচল হয়ে গিয়েছিলো পুরো মদিনা।

স্যোশাল মিডিয়ায় কিছু ভিডিও ও ছবি ভাইরালও হয়েছে। অনেক বড় বড় শীলার কারণে গাড়ির কাঁচ ভেঙ্গে গিয়েছে। আবার কতগুলো গাড়ির বডিতে শীলার আঘাতের চিহ্ন মনে হচ্ছে গুলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো আলোচনায় আসে। সৌদি আরবের কয়েকটি নিউজ পোর্টােলেও এ বিষয়ে খবর ছেপেছে।

ad

পাঠকের মতামত