
কাজী হায়াতের ৫০তম ছবিতে শাকিব-বুবলী
বিনোদন ডেস্ক।।
দীর্ঘদিনপর নতুন ছবি শুরু করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত। এটি হতে যাচ্ছে তার পরিচালনায় ৫০তম ছবি।
‘আমার স্বপ্ন আমার দেশ’ শিরোনামের এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো কাজী হায়াতের ছবিতে অভিনয় করবেন শাকিব খান। সাথে যথারীতি ভাবে আছেন বুবলী।
বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াত বলেন, ‘ শাকিবের সঙ্গে আমার চিত্রনাট্য নিয়ে আলাপ হয়েছে। গল্পটি ও পছন্দ করেছে। দেশপ্রেমের চেতনায় উজ্জীবীত এই ছবিতে শাকিব খানকে দেখা যাবে বিসিএস পাশ করেও অভিমানে সরকারি চাকরিতে যোগ দেন না। তিনি বাবার পথ ধরেই দেশপ্রেমের চেতনায় বেছে নেন সাংবাদিকতাকে। যার মনের ভেতরে দেশের জন্য কিছু করার তাগিদ কাজ করে। আছে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর প্রতিশোধ, বোনের সম্ভ্রম হারানোর প্রতিশোধেরও আগুন।’
ছবিটির ব্যাপারে নিশ্চিত করে সেলিম খান বলেন, ‘ছবির মহরত অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এরপর ২৫ মার্চ থেকে আমরা শুটিংয়ে যাবো। একটানা পুরো মে মাসজুড়ে চলবে দৃশ্যধারণ।’