
কলকাতার ওম এবং রিয়া সেনকেও হার মানিয়েছে এই দুজন (ভিডিও)
কলকাতার ওম এবং রিয়া সেনকেও হার মানিয়েছে এই দুজন (ভিডিও)
কলকাতার ওম এবং রিয়া সেনকেও হার মানিয়েছে এই দুজন (ভিডিও)
অন্যরা যা পড়ছেন…
শুধু ভালোবাসলেই ঘর বাঁধা যায় না : শাকিব খান
বিনোদন.কম।।
আপনি এখন ‘নাম্বার ওয়ান’, স্কুলেও কি নাম্বার ওয়ানই ছিলেন?
ছিলাম, স্কুলে সব সময় মেয়েদের কাছে ‘নাম্বার ওয়ান’ ছিলাম।
স্কুলে যে স্যারের হাতে প্রচুর মার খেয়েছেন, তার সঙ্গে হঠাৎ দেখা হলে কী করবেন?
স্যারের হাতে মার তেমন একটা খাইনি। তবে একজন স্যার ছিলেন, এমনিতেই মারতেন। তাঁর পার্সোনালিটিই ছিল ভয়ংকর। তাঁর ভয়ে সবাই গুটিসুটি মেরে থাকতাম। ক্লাস শুরু হলেই ‘ওই স্যার আসে, স্যার আসে’ বলে চুপ মেরে যেতাম। মহল্লায় আড্ডা দেওয়ার সময়ও তাঁকে দেখলে একই অবস্থা হতো। এখনো হয়তো একই অবস্থা হবে।
আপনার আসল নাম মাসুদ রানা। দুর্ধর্ষ স্পাই মাসুদ রানাই কি শাকিব খানের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন?
আমার মা-বাবা হয়তো মাসুদ রানা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েই নামটা রেখেছিলেন। বাস্তবে এখন দেখা যাচ্ছে স্পাই মাসুদ রানার মতো আমাকেও প্রতিনিয়ত অনেক রূপ ধারণ করতে হয়। আসলেই আমি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। পরতে পরতে আমার রূপ পরিবর্তিত হচ্ছে। আমি কখনো প্রেমিক, কখনো অ্যাংরি বয়, এটা-সেটা অনেক কিছু। প্রতি মুহূর্তে আমার জীবনে নতুন নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে স্পাই মাসুদ রানার মতো।
অধিকাংশ সিনেমাতেই বৃষ্টিভেজা গান থাকে কেন?
মজার বিষয় হলো অধিকাংশ বৃষ্টিভেজা গানের শুটিং হয় শীতের দিনে! পরিচালক হয়তো ভাবেন গল্প আমার, পরিচালনা আমার অথচ নায়ক-নায়িকা এসে মজা করবে, তা তো হবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা!
নায়িকার ‘বাঁচাও’ চিৎকার নায়ক কত দূর পর্যন্ত শুনতে পায়?
বহুদূর! সাত সমুদ্র, তেরো নদী দূরে থাকলেও শুনতে পায়। নায়কদের কান খুব পরিষ্কার।
নায়িকাকে বাঁচাতে একজন আদর্শ নায়কের সর্বোচ্চ কত মিনিট সময় ব্যয় করা উচিত?
কত মিনিট বলছেন! তিন-চার দিন তো লেগেই যায়। আর আদর্শ নায়কের বেলায় সাত-আট দিনও লাগতে পারে। কাজটা অনেক ভারি তো! শুটিং তো আর বললেই শেষ হয় না।
কে বেশি সুবিধা পায়, নায়ক না ভিলেন?
স্বাভাবিকভাবেই নায়ক। ভিলেন তো কেবল নায়িকার হাতটা ধরারই সুযোগ পায়। হাত ধরতে না-ধরতেই আবার ‘বাঁচাও, বাঁচাও! সেভ মি!’ চিৎকার। ভিলেনের আগমন হতে না হতে নায়কের আগমন। ফলে ভিলেনের দৌড় ওই হাত ধরা পর্যন্তই। ভিলেনরা বড় হতভাগা।
যদি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় যে এত দিন আপনি যত ভিলেনকে মারধর করেছেন, সবাই আপনাকে মারার সুযোগ পাবেন, তখন কী করবেন?
বিজ্ঞপ্তি দেওয়ামাত্র দেশ ত্যাগ করব। আর যা-ই হোক, ভিলেনদের হাতে প্রাণ খোয়াতে চাই না। এত দিন তো আলাদাভাবে প্রত্যেককে মেরেছি, ফলে সবাই মিলে আমাকে মারতে এলে ভর্তা বানিয়ে ফেলবে!
‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, তাহলে ঘর বাঁধতে কী লাগে?
শুধু ভালোবাসলেই তো ঘর বাঁধা যায় না। এর জন্য দরকার ইট, সুরকি, সিমেন্ট ও দড়ি।
বন্ধু কখন শত্রু হয়?
ফেসবুক স্ট্যাটাসে লাইক কমেন্ট না দিলে হয়, আবার দিলেও হয়।
ফুটবল দলে সুযোগ পেলে কোন পজিশনে খেলবেন?
স্ট্রাইকার পজিশনে খেলার ইচ্ছা আছে। আর না হলে সাইড বেঞ্চে।
প্রথম আলোর রস আলো থেকে নেওয়া।।