202044

মায়ের কাছ থেকে ফিল্মি স্টাইলে মেয়েকে অপহরণ

নিউজ ডেস্ক।।

বরিশালের গৌরনদীতে ফিল্মি স্টাইলে মায়ের কাছ থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন অপহৃতার মা। রাতেই উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণকারী আশিক ফকিরের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপহৃতার মা ও গৌরনদী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দক্ষিণ চাঁদশী গ্রামের কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ সিকদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী তাহসিন ইসলাম নাফরিন সাধারণ বিজ্ঞান পরীক্ষা শেষে পালরদী মডেল স্কুল
এন্ড কলেজ কেন্দ্র থেকে তার মা লিপি আক্তারের সঙ্গে রিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে দুপুর ২টার দিকে তাদের বহনকারী রিকশাটি চাঁদশী এলাকার হানিফার দোকানের কাছে পৌঁছলে কসবা গ্রামের মন্টু ফকিরের ছেলে বখাটে আশিক ফকিরের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল যোগে ১০-১১ জন বখাটে যুবক পেছন দিক থেকে এসে ফিল্মি স্টাইলে তাদের রিকশাকে ঘেরাও করে ফেলে। এরপর তারা রিকশায় মায়ের পাশে বসা নাফরিনকে ছিনিয়ে নিয়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে পালিয়ে যায়। এ সময় নাফরিন ও তার মা অনেক ডাক চিৎকার করলেও তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণের মধ্যে এ ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।
শতশত লোক ঘটনাস্থল ও অপহৃতার বাড়িতে ভিড় করে। প্রকাশ্য দিবালোকে মায়ের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়ার ঘটনা শুনে হতবাক হন তারা।

ঘটনার পর অপহৃতা নাফরিনের মা লিপি আক্তার বাদী হয়ে অপহরণকারী আশিক ফকিরসহ অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অপহৃতাকে উদ্ধার ও বখাটেদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে। তারা বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি কালো রংয়ের বাজাজ পালসার মোটরসাইকেলসহ তরিকুল ইসলাম দেওয়ান প্রিন্স (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। প্রিন্সের বাড়ি উপজেলার সুন্দরদী গ্রামে, সে ওই গ্রামের চাঁনমিয়া দেওয়ানের ছেলে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, প্রিন্স দেওয়ান নাফরিন অপহরণ মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। অপহরণ ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশিসহ অভিযান চালিয়ে আসছে। মূল অপহরণকারী আশিক ফকির ও তার সহযোগীদের গ্রেপ্তার ও অপহৃতা নাফরিনকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করছি অচিরেই অপহৃতা নাফরিনকে উদ্ধার ও মূল অপহরণকারী আশিক ও তার অপর সহযোগীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। উৎস: মানবজমিন।

ad

পাঠকের মতামত