202308

শচীনের সাথে কেন দেখা করলেন সেই প্রিয়া?

বিনোদন ডেস্ক।।

সম্প্রতি একটি ছবির গানে ভ্রু নাচিয়ে হাজারও যুবকের রাতের ঘুম হারাম করেছেন মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকে তার ফরোয়ারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ছবিতে নায়িকা হিসেবে পেতে একের পর এক পরিচালক তার বাসায় যেতেও দেখা যায়।

নেটদুনিয়ায় আলোরন জাগানো এই অভিনেত্রী এবার ক্রিকেটের ঈশ্বর শচীনের সাথে দেখা করেছেন। এসময় তার সাথে ছিলেন ‘ওরু আদার লাভ’ সিনেমার সহ-অভিনেতা রোশন আব্দুল রাহুফ।

জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, কোচিতে আইএসএল ম্যাচ চলাকালীন জওহারলাল নেহেরু স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রিয়া। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চেন্নাই এফসি’র ম্যাচ চলাকালে দেখা যায় প্রিয়া প্রকাশকে। স্টেডিয়ামে শচীনের সঙ্গে দেখাও করেন প্রিয়া, দেখা করেন অভিষেক বচ্চনের সঙ্গেও।

এদিনের ম্যাচে প্রিয়া ছিলেন কেরালার সমর্থক। লিজেন্ট শচীনের গায়েও অবশ্য ছিল হলুদ জার্সি। ম্যাচ চলাকালেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন প্রিয়া। শচীন ও অভিষেক বচ্চনের মতো কিংবদন্তীদের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

কোচির আইএসএল ম্যাচ শেষ হতেই ভাইরাল হয়ে যায় শচীনের সঙ্গে প্রিয়া প্রকাশের ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে প্রিয়া এখন পরিচিত মুখ। তার দু’চোখের ইশারা দোলা দিয়ে গেছে বহু পুরুষের হৃদয়। ভ্যালেন্টাইন্স সপ্তাহে দু’চোখের হাল্কা ইশারায় স্কুল জীবনের প্রেমের অনেক ঘটনা দর্শকদের মনে করিয়ে দিয়েছেন এই মালয়ালাম অভিনেত্রী।

কেরালার ত্রিসুর শহরের বিমলা কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ার বয়স ১৮। ওমার লুলু পরিচালিত মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’ দিয়ে অভিনয় জীবনের শুরু হতে চলেছে তার।

ad

পাঠকের মতামত