
ফাঁকা রুম পেয়ে কি নাচটাইনা দিল মেয়েটি দেখুন (ভিডিও)
ফাঁকা রুম পেয়ে কি নাচটাইনা দিল মেয়েটি
দেখুন (ভিডিও)
আরও দেখুন: মেয়ে দুটির নাচ দেখে না হেসে থাকতে পারলাম না, হাস্যকর একটি নাচ (ভিডিও)
অন্যরা যা পড়ছে
আবার বিয়ে করছেন শাকিব খান!
বিচ্ছেদ মেনে নিয়েছেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য মতে কাবিনের টাকা নিয়ে শাকিব মিথ্যা বললেও সে আইনি ঝামেলায় যেতে চাননা। অনেক চেষ্টা করে যখন শাকিবকে ফেরাতে পারেননি তাই আর আইনের মাধ্যমে জোর করতে চাইছেন না। তিনি জানালেন, এখন থেকে তিনিই জয়ের বাবা, তিনি জয়ের মা।
নতুন করে জীবন শুরু করার বিষয়ে অপু বলেন, ‘ নতুন করেই তো শুরু করছি সব। এখন আমাকে আমার মতো করেই চলতে হবে।’ বিয়ের বিষয়ে প্রশ্ন করলে অপু বলেন, ‘আমি আর বিয়েই করব না। কখনই না। আমার ছেলে আব্রাম খান জয়কে নিয়েই আমি জীবন কাটিয়ে দেব।’
এদিকে ঘনিষ্ঠ সুত্রে জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে বিয়ে করবেন শাকিব। তবে মিডিয়ার কাউকে বিয়ে করবেন না।
এদিকে সুপারহিরো সিনেমার শুটিং শেষ করে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন শাকিব। বর্তমানে শুটিং শুরু করেছেন এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার। উৎস: ব্রেকিংনিউজ