201784

হজযাত্রীদের প্লেন ভাড়া ১ লাখ ৩২ হাজার টাকা নির্ধারণ

নিউজ ডেস্ক।।

চলতি বছরে হজযাত্রীদের জন্য প্লেন ভাড়া ১ লাখ ৩২ হাজার টাকা (১ হাজার ৫৭৫ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। হজ মৌসুমে ডলারের মূল্যমান হিসেবে টাকায় রূপান্তর করে ঢাকা-জেদ্দা ও মদিনা-ঢাকা রুটে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আওতায় রয়েছে সৌদি আরবে বিমানবন্দর চার্জ, হজ টার্মিনাল সার্ভিস চার্জ, বাংলাদেশ এম্বারকেশন ফিসৌদি সরকারের নিরাপত্তা চার্জ ও ট্রাভেল এজেন্ট কমিশন।

হজে অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতারণা অভিযোগে ২১টি এজেন্সিকে অব্যাহতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে আরও একটি প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কমিটি-১ এর সুপারিশের ভিত্তিতে জারি করা পৃথক দুটি আদেশে তানভীর ট্রাভেলস, অ্যাসিউরেন্স এয়ার সার্ভিস ও আদদ্বীন ইন্টারন্যাশনাল নামে তিনটি এজেন্সিকে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

তবে বড় অপরাধের সঙ্গে জড়িত এজেন্সিগুলোর শাস্তি এখনও চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়।

দুটি আদেশে বলা হয়েছে, ২০১৭ সালের হজ মৌসুমে বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সরকার তিন সদস্যবিশিষ্ট কমিটি-১ গঠন করে।

তদন্ত কমিটি-১ সংশ্লিষ্ট সব হজ এজেন্সির বক্তব্য/লিখিত বক্তব্য, অভিযোগ ও অভিযোগকারীর বক্তব্য এবং সৌদি আরবে গঠিত তদন্ত টিমের দাখিল করা তদন্ত রিপোর্ট যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করেছে।

ad

পাঠকের মতামত