201854

এ যেন ‘সুপার হিরো’ পুলিশ!

কমিকস বা সিনেমায় আমরা সুপার হিরো দেখেছি, যারা বিপন্ন মানুষের পাশে ত্রাণকর্তা হিসেবে দাঁড়ান। শত্রুর সঙ্গে একাই লড়াই করে রক্ষা করেন শত শত মানুষকে। জীবন রক্ষাই যেন তাদের খেলা।

সুপার হিরোদের কি শুধু সিনেমাতেই পর্দায় দেখা যায়? অনেকেই বলবেন, হ্যাঁ। তবে সে ভুল ভাঙবে মিশরের আশিয়াত শহরের এক পুলিশ কর্মকর্তাকে দেখলে। মিনিট খানেকের ভিডিওতে ধরা পড়া এই পুলিশ কর্মকর্তা যেন সত্যিই সুপার হিরো।

ঘটনা গত ১৭ ফেব্রুয়ারির। আশিয়াত শহরের একটি বাড়ির তিন তলার ব্যলকনি থেকে পড়ে যায় পাঁচ বছরের এক শিশু। আর রীতিমতো অবিশ্বাস্যভাবে তাকে লুফে নেন এক পুলিশ কর্মকর্তা। এতে রক্ষা পায় শিশুটির প্রাণ। অবশ্য ওই স্থানে আরও দুই পুলিশ কর্মকর্তা ছিলেন। শিশুটিকে বাঁচাতে তারাও কম ঘাম ঝরাননি।

পুরো ঘটনাটি ধরা পড়ে ঘটনাস্থলে থাকা এক সিসিটিভি ক্যামেরায়। পরে সেটি প্রকাশ করা হয় ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যমে।

সাহসী এমন পদক্ষেপের জন্য আঞ্চলিক সরকারের পক্ষ থেকে ওই তিন পুলিশ কর্মকর্তাকে প্রশংসিত করা হয়। পাশাপাশি মেলে আর্থিক পুরস্কারও। আর শিশুটিকে সামান্য প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিডিও

ad

পাঠকের মতামত