
১০০% বিনোদন: ঢাকার পোলা ভেরি-ভেরি স্মাট (ভিডিও)
১০০% বিনোদন: ঢাকার পোলা ভেরি-ভেরি স্মাট (ভিডিও)
১০০% বিনোদন: ঢাকার পোলা ভেরি-ভেরি স্মাট (ভিডিও)
অন্যরা যা পড়ছেন…
যাদের বিচ্ছেদ তাদের খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই

কথায় আছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই। তারকা দম্পতি শাকিব খান আর অপু বিশ্বাসের বিচ্ছেদ নিয়েও আমাদের অবস্থাটা সেরকমই হয়েছে। তাদের বিচ্ছেদ নিয়ে সারাদেশের ঘুম হারাম। কবে বিচ্ছেদ হচ্ছে? বিচ্ছেদের কারন কি? ডিএনসিসি কেন নতুন তারিখ দিল, এমন হাজারো প্রশ্নের উত্তর খুজছে সবাই।
অথচ যাদের বিচ্ছেদ হচ্ছে তারা দিব্যি নিজের কাজে ব্যস্ত! দুজনই ফেসবুকে নিয়মিত কাজের আপডেট দিচ্ছেন, কিন্তু বিচ্ছেদ নিয়ে একটি কথাও বলছেন না। যেন এটা কোন বিষয় না। এমনকি তাদের বিয়ে টিকিয়ে রাখতে সিটি করপোরেশন যে সালিশির আয়োজন করছেন সেটা নিয়েও নেই কারো মাথাব্যথা। প্রথম বৈঠকে অপু উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব। আর দ্বিতীয় বৈঠকেতো দুজনের একজনও যায়নি।
এরমধ্যে আবার ১২ মার্চ ধার্য করা হয়েছে তৃতীয় শুনানির তারিখ। কিন্তু সেদিনও যদি শাকিব বা অপু সেখানে উপস্থিত না থাকেন তবে অবাক হওয়ার কিছু নেই। যদিও অনেকেই অবাক হয়েছেন আজকের দিনটি নিয়ে। আইন অনুযায়ী আজ তালাক হয়েছে শাকিব-অপুর। কিন্তু তারা কোথায়, কি করছেন? শাকিব ব্যস্ত তার সিনেমার কাজে আর অপু ব্যস্ত নাড়াইল যাওয়া নিয়ে।
সেখানে তিনি নাচবেন এক অনুষ্ঠানে। মানে বিচ্ছেদ নিয়ে মাথাই ঘামাননি দুজনের একজনও। অথচ সাধারন মানুষ জানতে চায় তাদের প্রতিক্রিয়া। কিন্তু তাদেরতো এটা নিয়ে কোন চিন্তাই নেই। শুধু শুধু আমরা ঘুম নষ্ট করছি।