
স্ত্রীকে কি বোন ডাকা যায়? জেনে নিন ইসলাম কি বলে
প্রশ্ন : স্ত্রীকে বোন বা আপু বলে ডাকলে কি বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়?
উত্তর : স্ত্রীকে বোন বা আপু বলে ডাকা মাকরূহ। হাদিস শরিফে এসেছে, ’এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে ডাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনতে পেয়ে অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেছেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস :
২২০৪)
তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)
সূত্র : মাসিক আলকাউসার