201889

তাসকিন-নাঈমাকে নিয়ে এ কেমন নোংরামি

স্পোর্টস ডেস্ক:জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের নামে স্ত্রী নির্যাতনের ‘মিথ্যা খবর’ চাউর করেছে কয়েকটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল। তাসকিন এই খবরের প্রতিবাদে বলেছেন, এসব মিথ্যা।

সাউথ আফ্রিকা সিরিজের পর দেশে ফিরে অক্টোবরের শেষ সপ্তাহে সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছর ধরে তাদের বন্ধুত্ব ছিল। দুজনের বাসাই মোহাম্মদপুরে।

 

বৃহস্পতিবার বিকেল থেকে কয়েকটি ওয়েবসাইটে, ‘এবার বউ পেটালেন তাসকিন!’ শিরোনামে খবর বের হয়। কিন্তু কোনো প্রতিবেদনে খবরের উৎস সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। তাসকিন কিংবা তার পরিবারের কারো বক্তব্যও নেই। ফেসবুকের মাধ্যমে এসব তাসকিনের চোখে পড়ে।
মূর্তিকারিগর

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটুয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে এমন খবরের কড়া জবাব দেন তাসকিন, ‘এটা মোটেও সত্য নয়। যারা এমন করে, আমার মনে হয় তাদের নিজেদেরই পরিবারের কোনো ঠিক নাই। আত্মসম্মান নাই।’

তাসকিন জানান, স্ত্রীকে নিয়ে তিনি সুখেই আছেন।

ad

পাঠকের মতামত