
ট্রেনের মধ্যেই বাসর ঘর!
ট্রেনের মধ্যে করা যাবে বাসরঘরট্রেনে চেপে বিয়ে করতে যান অনেকেই। কিন্তু কখনো কী দেখেছেন একেবারে চলন্ত ট্রেনের মধ্যেই বিয়ে? এমন সুযোগ এনে দিচ্ছে ভারতীয় রেল। এখন থেকে চলন্ত ট্রেনের মধ্যেই বসানো যাবে বাসর ঘর।
তবে তার জন্য ‘বুক’ করতে হবে একটি গোটা কোচ বা ট্রেন। বিয়ের জিনিসপত্র এবং সব রকমের ব্যবস্থা, সবই থাকবে ট্রেনে। থাকবে বিশেষ ‘হানিমুন স্যুইট’ও। এই সমস্ত ব্যবস্থা দেখভাল করবে আইআরসিটিসি। তবে থাকছে নিয়মের সামান্য কড়াকড়ি।
ট্রেনের মধ্যে আগুন জ্বালানো যাবে না। অর্থাৎ যজ্ঞ করার অনুমতি দেয়া হবে না। ধূমপান কিংবা মদ পানও করা যাবে না। পাশাপাশি কিছু অতিরিক্ত খরচ করলে স্টেশনে পৌঁছানোর পর রেলেরই গাড়িতে করে অতিথিদের হোটেলের পৌঁছে দেয়ার ব্যবস্থাও থাকছে।
যেমন গাঁটের কড়ি খসানো হবে, আয়োজনে ধুমধামও সেরকমই করা হবে। রেলের তরফে বলা হয়েছে, যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিয়ে করতে যান বা বিয়েতে অভিনবত্ব চান তাদের জন্যই এই পরিষেবা।
প্রতি কোচে দু’জন করে রেল কর্মচারী থাকবেন গোটা ব্যবস্থা পরিদর্শনের জন্য। গোটা পরিষেবার নাম দেয়া হয়েছে ‘ওয়েডিং হানিমুন ট্রাভেলস’।