201604

কানাডিয়ান প্রধানমন্ত্রী ট্রুডোর পরিবার নিয়ে ভারতে রুটি বানাতে ব্যস্ত

ডেস্ক রিপোর্ট।।

সপ্তাহব্যাপী ভারত সফরের চতুর্থ দিনে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিদর্শন করলেন অমৃতসরের শিখ ধর্মীয় সম্প্রদায়ের প্রধান মন্দির ‘গোল্ডেন টেম্পল’। তবে সবাইকে অবাক করে দিয়ে পরিবারসহ বিশাল লঙ্গলখানায় রুটি বানাতে দেখা গিয়েছে ট্রুডোর পরিবারকে।

সেখানে ট্রুডো তার পরিবারকে নিয়ে ভারতীয় পোশাক পরে প্রার্থনা করেন। কিছু সময় কাটানোর পর তারা মন্দিরের ঐতিহ্যবাহী লঙ্গলখানা এবং খাবার রান্না করার বিশাল স্থান পরিদর্শন করে রুটি বানাতে বসে যান।

সম্পর্কিত
সু চিকে ট্রুডো বললেন, রোহিঙ্গা নির্যাতন কেন বন্ধ হচ্ছে না

ঢাকায় নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে উদ্ধারে কানাডার হস্তক্ষেপ কামনা

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চিকে ট্রুডোর চিঠি

গোল্ডেন টেম্পেল লঙ্গলখানার রান্নার প্রধান পরিচারিকা বিকাশ খান্না বলেন, এটাই প্রথম ট্রুডোর রুটি বানানোর অভিজ্ঞতা। বিকাশ খান্নাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন একটা ছবি করেছেন।

যেখানে জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি ট্রুডোকে দেখা যায় রুটি বানাতে বেশ ব্যস্ত। সাথে ছিল তাদের ছেলে জাভিয়ার জেমস এবং মেয়ে এলা-গ্রেস মার্গারেটও রুটি বানাতে।

ad

পাঠকের মতামত