201748

টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের পেশোয়ার জালমি দেখুন (সরাসরি)

 

পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে পেশওয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছে মুলতান সুলতান। মধ্যপ্রাচ্যের দেশ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের পেশোয়ার জাল। বল করবে মুলতান সুলতানস।

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের নেতৃত্বে এবারের আসরে মাঠে নেমেছে মুলতান সুলতান। শিরোপা প্রত্যাশী দলটি ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ ও ইমরান তাহিরের মতো ক্রিকেটারদের দলে ভিডিয়েছে। এছাড়াও দলটিতে রয়েছেন কিরণ পোলার্ড, শোহেল তানভীর, কুমার সাঙ্গাকারার মতো বিশ্বমানের তারকা।

দলটিতে ব্যাটিং সেক্টরে রয়েছেন, আহমেদ শেহজাদ, কিরণ পোলার্ড, কুমার সাঙ্গাকারা ও শোয়েব মালিক। কিরণ পোলার্ড ও থিসারা পেরেরার মতো বিশ্বমানের হার্ডহিটার যে কোন সময় যে কোন খেলার মতি গতি পরিবর্তন করে দিতে পারেন। অন্যদিকে গুড ব্যাটিংয়ের জন্য জুড়ি নেই অভিজ্ঞ সাঙ্গাকারার-মালিক ও শেহজাদের।

এছাড়া দলটিতে বোলিং সেক্টরে রয়েছেন শোহেল তানভীর, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, থিসারা পেরেরা।

মুলতান সুলতানসের সম্ভাব্য একাদশঃ
আহমেদ শেহজাদ, কুমার সাঙ্গাকারা, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক-(অধিনায়ক), কাইরন পোলার্ড, শোয়েব মাকসুদ, সোহেল তানভীর, উমর গুল, থিসারা পেরেরা, জুনায়েদ খান, ইরফান খান।

অন্যদিকে ড্যারেন স্যামির নেতৃত্বে মাঠে নামবে তামিম-কামরান আকমলরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হল এঙ্কেল ইনজুরির কারণে জালমির হয়ে প্রথম ম্যাচে নামতে পারবেন না পাকিস্তানি পেসার হাসান আলী। তার পরির্বতে দলে ঢুকেছেন অলরাউন্ডার উমিদ আসিফ। যদিও পাকিস্তানের বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, শিগগিরই ফিরবেন তিনি।

এছাড়া ক্যারিবীয়ান মারকুটে ব্যাটসম্যান ইভিন লুইস ও বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে না প্রথম ম্যাচে। যদিও লুইসের পরিবর্তে নেয়া হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যান রিকি ওয়েসলেসকে। অন্যদিকে সাকিবের বদলে সাব্বির রুম্মনকে অর্ন্তভুক্ত করেছে জালমি।

টুর্নামেন্টের তৃতীয় আসরে পেশওয়ার জালমির ওপেনিংয়ে টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গে ইভিন লুইসকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে লুইসের অনুপস্থিতে কাউন্টি মাতানো রিকিই এখন জালমির ভরসা। এছাড়া ওয়ানডাউনে দেখা যাবে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলকে। কিন্তু আকমল বর্তমানে অফফর্মে রয়েছে। তাই ওয়ানডাউন নিয়ে চিন্তায় জালমির টিম ম্যানেজম্যান্ট।

পেশোয়ার জালমির সম্ভাব্য একাদশঃ
কামরান আকমল, রিকি উইসেলস, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, খুশদিল শাহ, ব্রাভো, ড্যারেন স্যামি-(অধিনায়ক), ক্রিস জর্ডান, ওহাব রিয়াজ, হাম্মাদ আজম, মোহাম্মদ আজগর।

ad

পাঠকের মতামত