
আওয়ামী লীগের বিকল্প দল পাকিস্তানের বন্ধু: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ভুল থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প যারা রয়েছে তারা পাকিস্তানের বন্ধু। কোন দলের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: আইএসআইয়ের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে; এটা প্রমাণিত।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মিডিয়া ডায়ালগের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পরও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এসময় পাকিস্তানপন্থীরা ক্ষমতায় থাকার কারণে দীর্ঘ দিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবিশ্বাসের দেওয়াল ছিলো। এটা দূর করা সহজ ছিল না। সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে।
ভারতের জন্য হুমকি এমন সন্ত্রাসীরা আর কখনও বাংলাদেশের মাটিকে তাদের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ভারতের সেভেন সিস্টার্সে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ এ ব্যক্তি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন: ভারতের সহযোগিতা ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন কঠিন ছিল। আপনারা আমাদের ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ।