200966

২৬০ জন চলচ্চিত্র শিল্পী সদস্য পদ হারাতে পারেন যে কারণে

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি বিভিন্ন কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছে। সমিতির অবকাঠামোগত উন্নয়নসহ যৌথ প্রযোজনার ছবির নতুন নীতিমালা তৈরি আন্দোলনেও তারা সফল হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবার সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ প্রাপ্তদের যাচাই বাছাইয়ের। যারা শিল্পী সমিতির গঠনতন্ত্র না মেনে শিল্পী সমিতির সদস্য হয়েছেন এমন ২৬০ জন শিল্পীর তালিকা চূড়ান্ত করেছে শিল্পী সমিতির নেতারা।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা পূর্ণিমা বলেছেন, ভোটার তালিকায় শুধু প্রকৃত শিল্পীরা থাকবেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই আছেন কোনো সিনেমায় সেভাবে কাজ করেননি, কিংবা একটা-দুইটা পাসিং দৃশ্যে কাজ করেই শিল্পী সমিতির সদস্য হয়েছেন। এবার শিল্পী সমিতির পক্ষ থেকে এ ধরনের ভোটারকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির সেক্রেটারি জায়েদ খান বলেন, সমিতির সদস্য হওয়ার জন্য পাঁচটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে হবে। পাশাপাশি সিনেমা মুক্তিও পেতে হবে। এরপর কার্যনির্বাহী কমিটিতে আবেদন করবেন পূর্ণ সদস্যপদের জন্য। শিল্পী সমিতির সদস্যকে পেশাদার শিল্পী হতে হবে। শিল্পী সমিতিতে বর্তমানে ৬২৪ জন পূর্ণ সদস্য হিসেবে আছেন, তাদের মধ্যে ২৬০ জনকে আমরা চিহ্নিত করেছি। তারা শিল্পী হিসেবে আমাদের গঠনতন্ত্রের নিয়ম না মেনেই সমিতির সদস্য হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে আছেন সৈয়দ হাসান ইমাম, ফারুক, আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন। ২৮ ফেব্রুয়ারি উপদেষ্টা কমিটির সামনে এই ২৬০ জনের ব্যাপারটি তুলে ধরা হবে।

ad

পাঠকের মতামত