200111

কাঠের বাড়িতে চাকা লাগিয়ে ৪৫ হাজার মাইল ঘুরলেন দম্পতি!

অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকলে তা নিজ বাড়িতেও আপনি করতে পারেন। আর তারই যেন প্রমাণ দিলেন এই মার্কিন দম্পতি।

মাত্র ১৩০ বর্গফুটের খুব ছোট একটি কাঠের বাড়ি। আর এ বাড়িটির তলেই বিশেষ প্রযুক্তিতে চাকা লাগিয়ে নেন মার্কিন দম্পতি অ্যালেক্সিস স্টিফেনস ও ক্রিস্টিয়ান পারসন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় তাদের বাড়ি।

প্রায় আড়াই বছর আগে গৎবাঁধা জীবনে তাদের আর ভালো লাগছিল না। তাই নিজেদের সহায়-সম্পদ বেঁচে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেন।

ঘুরে বেড়ানোর জন্য নিজেরাই কাঠের একটি বাড়ি তৈরি করেন এবং তার নিচে চাকা স্থাপন করেন। এরপর সেটি জুড়ে দেন নিজেদের গাড়ির পেছনে।

এরপর সেই ছোট বাড়িটি নিয়েই আমেরিকা ভ্রমণ শুরু করেন দম্পতি। একে একে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি রাজ্য ভ্রমণ করেন তারা। এছাড়া এক সুযোগে কানাডাও ভ্রমণ করেন।

সব মিলিয়ে ৪৫ হাজার মাইল ভ্রমণ করা হয়ে গেছে তাদের। এবার নিজেদের বাড়িটি সংস্কার করার জন্য নর্থ ক্যারোলিনাতে তারা অবস্থান করছেন। জানিয়েছেন, কাজ শেষে আবার বেরিয়ে পড়বেন ভ্রমণে।

ad

পাঠকের মতামত