199464

৭৩ ভাষায় শিখুন ‘আমি তোমায় ভালবাসি’

পৃথিবী বহু ভাষাভাষীর আবাসস্থল। নিয়মের টানে ছুটে যাওয়া সময়ে এবং প্রয়োজনের খাতিরে মানুষ একে অন্যের দ্বারস্থ হয়। এরই এক প্রক্রিয়া হলো ভালোবাসা। যাকে আমরা প্রেমও বলে থাকি। আমরা কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসা জানিয়ে দেই নির্দিষ্ট কিছু শব্দের বিনিময়ে। এর মাঝে ‘আমি তোমাকে ভালোবাসি’ বহুল প্রচলিত। এটা তো বাংলা বাক্য। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ এই বাক্যটি কিভাবে বলে?

শীঘ্রই আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর সেইদিন যারা তাদের পছন্দের মানুষটিকে প্রোপোজ করবেন বা তাদের জানাবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। তাদের জন্য আজকের এই আয়োজন।

১.বাংলা= আমি তোমাকে ভালবাসি। ২.ইংরেজি = আই লাভ ইউ। ৩.ইতালিয়ান = তি আমো। ৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ। ৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো। ৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন। ৭.জার্মান = ইস লিবে দিস।
৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে। ৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন। ১০.ফার্সি = দুস্তাত দারাম। ১১.তিউনিশিয়া = হাহে বাক। ১২.ফিলিপিনো = ইনবিগ কিটা। ১৩.লাতিন = তে আমো। ১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত। ১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে। ১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ। ১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও। ১৮.জুলু = মেনা তান্দা উইনা। ১৯.তুর্কি = সেনি সেভিউর ম। ২০.মহেলি = মহে পেন্দা। ২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন। ২২.সহেলি = নাকু পেন্দা। ২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)। ২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু। ২৬.চেক = মিলুই তে। ২৭.পোলিশ = কোচাম গিয়ে। ২৮.পর্তুগীজ = ইউ আমু তে। ২৯.বসনিয়ান = ভলিম তে। ৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ। ৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই। ৩২.আলবেনিয়া = তে দুয়া। ৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ। ৩৪.চাইনিজ = ওউ আই নি। ৩৫.তাইওয়ান = গাউয়া আই লি। ৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম। ৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু। ৩৮.মায়ানমার = মিন কো চিত তাই। ৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)। ৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)। ৪১.গ্রিক = সাইয়াগাপো। ৪২.চেক = মিলুই তে। ৪৩.বর্মিজ = চিত পা দে।

৪৪.পোলিশ = কোচাম গিয়ে। ৪৫.মালয়ি = আকু চিন্তা কামু। ৪৬.ব্রাজিল = চিতপাদে। ৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ। ৮.জাপানী = কিমিও আইশিতের। ৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়। ৫০.ফার্সি = ইয়ে তাইমে। ৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই। ৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা। ৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে), এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)। ৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ। ৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক। ৫৬.স্লোভাক = লু বিমতা। ৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই। ৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু। ৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা। ৬০.বুলগেরিয়া = অবি চামতে।

৬১.আলবেনিয়া = তে দাসরোজ। ৬২.গ্রীক = সাইয়াগাফু। ৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ। ৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম।৬৫.লেবানিজ = বহিবাক। ৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া। ৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া। ৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু। ৬৯.আরবী = আনা বেহিবাক (ছেলে মেয়েকে), আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)। ৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি। ৭১.ইথিওপিয়ান = ইনি ওয়াডিসাল্লেহ। ৭২.তেলেগু = নেনু নিন্নু প্রেমিসতুন্নানু। ৭৩.সুরিনাম = মি লোবি যোই।

ad

পাঠকের মতামত