199157

২০১৮ সালে বিশ্ব কাঁপানো ঘটনা নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী

২০১৮ সালে কি কি ঘটবে, তা আগে ভাগে জানা দুষ্কর। তবে চলতি বছরটি নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে গেছেন ফরাসি ভবিষ্যৎবক্তা নস্ত্রাদামুস। যিনি মারা গেছেন ১৫৬৬ সালে অর্থাৎ আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে।
তাঁর বহু কথা মিলে গেলেও, এ নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। তবে সেসব দূরে রেখে চলুন দেখে নেওয়া যাক, ২০১৮ বছর নিয়ে তাঁর চিন্তা-ভাবনায় কি ছিল।

১. তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে
অ্যালেসান্ড্রো ব্রুনো লম্বারডিফিল্টার.কমে লিখেছেন, ২০১৮ সালের জন্য নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ভয়াবহ, কারণ এ বছরটিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আভাস দিয়েছেন তিনি। ফ্রান্সে শুরু হয়ে এ যুদ্ধ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়বে।

২. ইতালির মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি
ইতালির মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ছয় হাজার মানুষের মৃত্যুরও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এটি হতে পারে তা ২০১৬ সালেই জানিয়েছেন ভূতাত্ত্বিকরা।

৩. ভূমিকম্প সম্পর্কে
২০১৮সালে যুক্তরাষ্ট্র জুড়ে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আভাস দিয়েছেন নস্ত্রাদামুস। ভূমিকম্পে কেঁপে উঠবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। যা পরে পৃথিবীর ব্যাপি ছড়িয়ে পড়বে।

৪. ধুমকেতু বা গ্রহাণুর সংঘর্ষ
নস্ত্রাদামুসের মতে, ২০১৮ সালে ধুমকেতু বা ক্ষুদ্র কোনো গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে। এ ছাড়া পরমাণু যুদ্ধে ছারখার হবে পৃথিবী।

৫. ভেঙে পড়বে অর্থনীতি
২০১৮ সালে বিশ্বের অর্থব্যবস্থার ভেঙে পড়বে।

৬. মানুষের আয়ু ২০০ বছরও হবে
চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মানুষের আয়ু ২০০ বছরও হতে পারে। এমনকি মানুষ পশু-পাখিদের সঙ্গে কথা বলতে সক্ষম হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

ad

পাঠকের মতামত