198929

হিন্দু মতে ছেলের বিয়ে দিলেন মুসলিম দম্পতি

অসহিষ্ণুতার জমানায় এরকম ঘটনা নজর কাড়ে বৈকি৷ ধর্ম নিয়ে মাথাব্যথা যে সত্যি মধ্যবিত্ত ভারতের নেই, তার আরও একবার প্রমাণ করে দিলেন উত্তরাখন্ডের এক মুসলিম দম্পতি৷ তাঁরা নিজেদের ছেলের বিয়ে দিলেন হিন্দু মতে৷

দেরাদুনের মইনুদ্দিন ও কৌসর পরিবার দত্তক নিয়েছিলেন ১২ বছরের রাকেশ রস্তোগিকে৷ বাবা মা মুসলিম, ছেলে হিন্দু৷ কিন্তু কখনও কোনও বিরোধ বাধেনি দুই ধর্মে৷ যেখানে হোলি খেলা হত, সেখানেই পালন করা হত ইদ৷ কোনওদিন ছেলের ধর্ম পরিবর্তন করার কথা ভাবেননি তাঁরা৷ প্রয়োজনও ছিলনা৷ শান্তিপূর্ণ সহাবস্থানে দিব্যি কেটেছে জীবন৷

সেই ছেলে বড় হয়েছে৷ তাঁর বিয়ে দেওয়ার ভাবনাও এসেছে বাবা মায়ের মনে৷ বিয়েও দিয়েছেন৷ কিন্তু পুরোপুরি সেই হিন্দু মতে৷ পুত্রবধূ সোনিকে ঘরে বরণ করে তুলেছেন কৌসর একজন হিন্দু মায়ের মতো করে, যাবতীয় আচার মেনে৷ কোথাও বিন্দুমাত্র খামতি ছিল না৷

মুসলিম বাবা মায়ের হিন্দু ছেলে হয়ে কি বলছেন রাকেশ? তাঁর বয়ানে তিনি ভাগ্যবান৷ তাঁর বাবা মা কোনওদিনই ধর্ম নিয়ে কোনও বাড়াবাড়ি করেননি৷ সবকিছুতেই সমর্থন জুগিয়েছেন তাঁরা৷ বিয়েও হয়েছে তাঁদের সম্পূর্ণ সম্মতিতে৷ তাও পুরোপুরি হিন্দু মতে৷ রাকেশ এও জানান, তিনি কখনও অনুভব করেননি যে কোনও মুসলমান পরিবারে বেড়ে উঠেছেন তিনি৷

তাঁর ধর্মাচারণে কখনও তাঁর বাবা মা বা পরিবারের কেউ বাধা হয়ে দাঁড়ায়নি বলে নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন রাকেশ৷
সূত্র: কলকাটা ২৪x৭

ad

পাঠকের মতামত