197115

এ কি ভালবাসা নাকি পবিত্র ভালবাসা নামে নোংরামি……!

ছোটবেলায় শুনতাম চিঠি বা ফুল দিয়ে প্রেম ভালবাসা একে অন্ন্যকে বিনয় করতো। চিঠি আর ফুল ছিল ভালবাসার প্রতিক। কিশোর থেকে শুরু করে সব বয়সী ছেলেদের মনের ভাব প্রকাশ করার একটাই মধ্যম ছিল ফুল আর চিঠি। কাউকে ভাল লাগলে তার পিছু নিত খবর নিত ভালবাসার কথা বলবে বলে যদি সামনে পরে যেত তাহলে চোখে চোখ রেখে ব্যকুল চাহনি দৃষ্টিটে চেয়ে থাকত।

তারপরআকুতি মিনতি করে নিজের ভালবাসার কথা বলতো। মেয়েটাও যদি রাজি হত তাহলে ছেলেটা আনন্দে আত্যহারা হয়ে যেত। আর রাজি না হলে কাদো কাদো দৃষ্টিতে মুখ লুকিয়ে চলে যেত।

আাজ কোথায় সেই ভালবাসা??? আজ ভালবাসার প্রতিক হিসাবে ছুড়ি, পিস্তল, এসিড ব্যবহার করা হয়। মেয়েরা রাজি না হলে ভয় দেখানো হয়। মু্খে এসিড মারে আর তাতেও তাদের রাগ না মিটলে মেয়েটিকে জীবন বলি দিতে হয়। মেয়েদের ইজ্জত নিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়।

ভালবাসার স্বপ্ন দেখিয়ে তাদের অপহরন করা হয়। আজ কোথায় আছি আমরা কে দিবে আমাদের জীবনের নিশ্চয়তা! এই ডিজিটাল বাংলাদেশ কি দিতে পারবে??? সত্যি কি এইদেশ ডিজিটাল হতে পারছে নাকি দিনে দিনে ডিজিটাল নামক রসাতলে ডুবে যাচ্ছে।

ad

পাঠকের মতামত