196687

যে কারনে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক ।। ক’দিন আগেই সংবাদমাধ্যমের সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চিরোলিতা’ বলে সম্বোধন করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। স্প্যানিশ ভাষায় ‘চিরোলিতা’ শব্দের অর্থ অন্যের অধীনে থাকা কোনো পুতুল চরিত্র। প্রেসিডেন্টকে ম্যারাডোনার করা এই অপমান যে যুক্তরাষ্ট্র সরকার ভালোভাবে নেয়নি, সেটা বোঝা গেল এবার। ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ম্যারাডোনার করা ভিসা আবেদন বাতিল করে দিয়েছে দেশটি।

‘বুয়েন্স ডিয়াস আমেরিকা’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেন, সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার ও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ক্লাব আল ফুজাইরাহর ম্যানেজার ম্যারাডোনা কিছু দিন আগে ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলে তিনি ওই মন্তব্য করেন।

সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আদালতে চলা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন ম্যারাডোনা।

ad

পাঠকের মতামত