196833

ভাতিজির বিয়েতে উচ্ছ্বসিত পলক

নিউজ ডেস্ক: জুনাইদ আহমেদ পলক, যিনি ২০১৩ সালের ২২ জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে প্রায় দেখা যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ব্যক্তিগত আর কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় শেয়ার করতে। একটু আগে দেখা গেলো তিনি তার এক ভাতিজির বিয়েতে উল্লাসে মেতে উঠেছেন। তিনি ভাতিজির বিয়ের কিছু ছবি ফেসবুক পেইজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্নেহের ভাতিজি সেতুর বিয়েতে। চলবিলের পথে পথে, সবার সাথে।’

উল্লেখ্য, পলক ১৯৮০ সালের ১৭ মে বাংলাদেশের নাটোর জেলার সিংডা উপজেলার সেরকোল তেলিগ্রামে জন্মগ্রহণ করেন। ফয়েজ উদ্দিন এবং মা জামিলা আহমেদের সুযোগ্য সন্তান জুনাইদ আহমেদ পলক। তিনি ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এল.এল.বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। এরপর রাজনীতে দেখা যায় তাকে।

ad

পাঠকের মতামত