196713

বাদাম খেয়ে পানি পান করবো না যে কারনে

নিউজ ডেস্ক।।

বাদাম খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। এই যেমন পার্কে বসে গল্প করতে করতে বাদাম খাওয়া বা সময় কাটাতে বসে বসে বাদাম খাওয়া। কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনি যে বাদাম খেয়ে পানি খেতে নেই। এতে করে পেট ব্যথা হবে, বুকে জ্বালা করবে। কিন্তু কেন এই মানা, সেটা আমরা কেউই জানিনা, বিশেষত চীনা বাদামের ক্ষেত্রে। আসলে কী ঘটে বাদাম খাওয়ার পর পানি খেলে? জেনে নিই একবার-

এই বিষয়ে চিকিৎসকরা বলেন, চীনা বাদাম শরীর গরম করে। সাধারণত শীতকালেই চিনে বাদাম বাজারে কিনতে পাওয়া যায়। বাদাম খেলে শরীরে যে তাপ উত্পন্ন হয় তা পানি খেলে ঠান্ডা করে দেয়।

বাদাম খেতে খেতে পানি খেলে তাই সর্দি-কাশি লেগে যেতে পারে। আবার বাদামে তেল থাকার কারণে তাই তারপর পানি খেলে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। এর ফলে কাশি হয় অনেক সময়।
বাচ্চাদের ক্ষেত্রে বাদাম খাওয়ার পর পানি খেলে হজমে সমস্যা হয়। ডায়রিয়া হবার সম্ভাবনা থাকে।
আবার অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। তখন পানি খেলে চুলকানি বেড়ে যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাদাম খেলে পানির পিপাসা হয়। আর তাই পানি খেতে হলে অবশ্যই ১৫ মিনিট পরে খাওয়া উচিৎ। এতে আর সমস্যার কোনো আশঙ্কা থাকে না।

ad

পাঠকের মতামত