196591

সেই তরুণীর কাটা পা উদ্ধার কুকুরের মুখ থেকে!

নিউজ ডেস্ক ।। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কুকুরের মুখ থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। পা’টি গত ২৬ জানুয়ারি উদ্ধার করা রোকসানা বেগমের (২২) খণ্ড-বিখণ্ড লাশের বলে ধারণা করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সেটি পাওয়া যায়।

নিহত রোকসানা ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার একটি সন্তান রয়েছে। গত ২৬ জানুয়ারি উপজেলার একটি ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় রোকসানার খণ্ডিত মস্তক ও শরীর উদ্ধার করা হয়। তবে সে সময় লাশের হাত ও পা খুজে পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনে সঙ্গে কথা বলে জানা যায়, পা’টি একটি কুকুর মুখে নিয়ে ঘুরছিল। পরে এলাকাবাসী ধাওয়া দিলে কুকুরটি পা ফেলে চলে যায়। পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে। আজ শুক্রবার পা’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বলেন, লাশের একটি পা উদ্ধার হয়েছে। এটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এতে আরও নুতন তথ্য পাওয়া যাবে।

এদিকে রোকসানা হত্যাকাণ্ডের বিষয়ে করা মামলার আসামী মাসুদ মিয়াকে গত বুধবার রাতে পুলিশ ঢাকার দক্ষিনখান থানা এলাকায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ওসি ফসিহুর। পরে মাসুদকে নালিতাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়। দুই দিনের রিমান্ড শেষে আসামী মাসুদের খালা, মামী ও মামাতো বোনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আবদুল খালেকের ছেলে মো. মাসুদ রোকসানাকে কাজ দেওয়ার কথা বলে নালিতাবাড়ীতে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর গত ১৭ জানুয়ারি থেকে রোকসানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই ২৬ জানুয়ারি সকালে সুরত খাল সংলগ্ন একটি জমিতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে জানায়।

চেয়ারম্যান ফারুক বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানান। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশের সন্ধান পায়নি। পরে এলাকাবাসী সুরত খালের পানি সেচে রাতভর লাশের সন্ধান করতে থাকে। অবশেষে স্থানীয় একটি জমিতে বোরো ধান রোপণ করা দেখে তাদের সন্দেহ হয়। সেখানে তল্লাশি চালানোর পর জমির এক জায়গায় পুঁতে রাখা অবস্থায় খণ্ডিত মাথা ও আরেক জায়গায় শরীরের কিছু অংশ পাওয়া যায়। তবে লাশের হাত ও পা পাওয়া যায় নি। খবর পেয়ে রোকসানার মা লাশের শরীরে পরিহিত পোশাক দেখে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন।

ad

পাঠকের মতামত