196061

অভিনেতা রুবেলের টাইগারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য

নিউজ ডেস্ক :  ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অত্যন্ত বাজেভাবে হেরে যাওয়ায় দেশের ক্রিকেটারদের আত্মঘাতীমূলক খেলার অপবাদ দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। তিনি বলেন, আমি ক্রিকেট খেলা বুঝি না। কিন্তু আমি দেশকে ভালোবাসি, দেশের ক্রিকেটকে ভালোবাসি এবং প্রত্যেক ক্রিকেটারকে ভালোবাসি। তাই আমি মনে করি, এখানে যারা আত্মঘাতীমূলক কাজ করবে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বিচারের পদ্ধতিটা সম্পর্কে পরামর্শ দিয়ে রুবেল বলেন, ‘আমি একটি ভালো ম্যাচ খেললে আমাকে গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, পাঁচ কোটি টাকা দিচ্ছেন। আর তুমি যদি ইচ্ছা করে হারো তাহলে তোমাকে পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা ফাইন দিতে হবে।’

রুবেল বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট নিয়ে যে উচ্ছ্বাস দেখান এবং প্রয়োজনের সময় দেখা যায় যে তিনি মাঠে পর্যন্ত চলে যান। তিনি যেভাবে ক্রিকেটারদের উৎসাহ দেন এবং ভালো কিছু করার সাথে সাথে উনি তাদের বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে ভরে দিচ্ছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই। তবে, আমার কথা হলো, ক্রিকেটাররা খেলার মাঠে এভাবে আত্মাহুতি কেন দেবো?’

এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রুবেল আরও বলেন, একটি খেলার মধ্যে হার-জিত হতেই পারে। আউট হতেই পারে। আমার কথা হচ্ছে, যারা সুইসাইড করবে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর একটু হস্তক্ষেপ করা উচিৎ। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা যারা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে, যারা সুইসাইড স্কোয়াডে নাম লেখাবেন তাদের যেনো কোনভাবেই ছাড় দেয়া না হয়।

ad

পাঠকের মতামত