শিক্ষার্থীরা টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন
স্পোর্টস ডেস্ক ।।
বুধবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে বিনা টিকিটেই খেলা দেখতে পারবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
চট্টগ্রাম জহুর অাহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকা টেস্ট সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখার সুযোগ পাবে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এজন্য তাদের টিকিট কিনতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম ও আইডি কার্ড নিয়ে মাঠে গেলেই তারা বিনা টিকিটে গ্যালারিতে প্রবেশ করার সুযোগ পাবে।
সাধারণ দর্শকদের জন্য খেলার টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড় ও নগরীর এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাউন্টারে।