196133

মজার কিছু তথ্য বলিউডের

বিনোদন ডেস্ক ।।

চিত্তাকর্ষক নাচ, গান ও গল্পের জন্য বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র । সারাবিশ্বে যা বলিউড নামে পরিচিত। প্রতি বছর প্রায় ২০০ থকে ৩০০টি ছবি মুক্তি পায় বলিউডে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। তাঁদের দর্শকরাও প্রচণ্ড আবেগি। প্রিয় তারকার জন্য পূজা-আর্চনা করতে দ্বিধা বোধ করেন না। ভারতে অমিতাভ বচ্চন ও রজনীকান্তের নামে দুটি মন্দিরও বানানো হয়েছে। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং সেটে অমিতাভ আহত হলে তাঁর জন্য মন্দিরে প্রার্থনা করা হয়। বলিউডের এরকম অনেক মজার ঘটনা নিয়েই আমাদের আজকের আয়োজন-

১। চীন দেশে মুক্তিপ্রাপ্ত প্রথম ভারতীয় ছবি ‘লাগান’। এছাড়া এই ছবিতে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্রিটিশ অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

২। অস্কারে মনোনয়ন পাওয়া প্রথম বলিউড ছবি ‘মাদার ইন্ডিয়া’। ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।

৩। ঋত্বিকের ‘কাহোনা পেয়ার হ্যা’ বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার প্রাপ্ত ছবি। মোট ৯২টি পুরস্কার জিতে ছবিটি গিনেস বুকে জায়গা করে নেয়।

৪। ‘দিল ওয়ালে দুলহানিয়া’ ছবিতে নায়ক হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিল সাইফ আলি খান। কিন্তু আরও অবাক বিষয় হচ্ছে, সাইফ ছাড়াও সেখানে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে পছন্দের তালিকায় রাখা হয়েছিল!

৫। ‘হিরোইন’ ছবিতে কারিনা কাপুর ১৩০টিরও বেশি পোশাক পরেছিলেন। ওইসব পোশাক ছিল বিশ্ববিখ্যাত সব ডিজাইনারের তৈরি পোশাক।

৬। বলিউডের সবচেয়ে দীর্ঘতম ছবি ‘মেরা নাম জোকার’। রাজ কাপুর অভিনীত ছবিটি ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল। দীর্ঘ ছবির কারণ, ছবিটিতে দুটি বিরতি ছিল।

৭। রণবীর সিং এর প্রকৃত নাম রণবীর সিং ভবানি। তিনি অভিনেত্রী সোনম কাপুরের খালাতো ভাই।

৮। জনপ্রিয় চলচ্চিত্র ‘মুঘলে আজম’ ছিল ‘ট্রাইলিঙ্গুয়াল’ ছবি। হিন্দি, ইংরেজি ও তামিল ভাষায় তৈরি করা হয়েছিল ছবিটি। এর তামিল সংস্করণ ফ্লপ হয়ে গেলে ইংরেজির শুটিংও বন্ধ হয়ে যায়।

৯। ‘দেব ডি’ ও ‘গার্ল ইন ইয়োলো বুটস’ খ্যাত অভিনেত্রী কাল্কি কোচিনের মা-বাবা দুজনই ফরাসী। তাঁর দাদা ছিলেন ‘আইফেল টাওয়ার’ ও ‘স্ট্যাচু অব লিবার্টি’র প্রধান প্রকৌশলী।

১০। বলিউড বাদশাহ শাহরুখ খান ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এ পর্যন্ত তিনি ২২৩ বার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যার মধ্যে ২০৭টি পুরস্কার জিতেছেন এবং ২৯ বার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন।

১১। আমির খান ভারতের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ও লেখক মাওলানা আবুল কালাম আজাদের বংশধর।

১২। শ্রীদেবি মাত্র ১৩ বছর বয়সে, রজনীকান্তের সৎমায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তামিল ছবি ‘মুন্দ্রা মুদিচু’ তে।

১৩। মুম্বাইয়ে প্রথম এসে পরিবারসহ রাজ কাপুরের গ্যরেজে আশ্রয় নিয়েছিলেন অনিল কাপুর।

১৪। ‘শোলে’ ছবিতে দুর্বল কণ্ঠস্বরের জন্য গব্বর সিং চরিত্র থেকে প্রায় বাদ পড়েছিলেন আমজাদ খান। এরপর অভিনেতা ড্যানি ডেঞ্জংপাকে নেওয়ার পরিকল্পনা করলেও আমজাদ খানই গব্বর সিং চরিত্রে অভিনয় করে ইতিহাস গড়ে।

১৫। শশী কাপুরের প্রথম বাগদান হয় অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। কিন্তু পরবর্তীতে তাঁদের সম্পর্ক বেশিদূর গড়ায় নি।

১৬। পৃথিবীতে সিনেমা দেখার জন্য সবচেয়ে বেশি টিকেট কেনে ভারতীয়রা। তাঁদের টিকেট কেনার পরিমাণ বছরে ২ দশমিক ৭ বিলিয়ন।

ad

পাঠকের মতামত