বিএনপি নেতা হেলালকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজীজুল বারী হেলালকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাত পৌনে ৮টায় মগবাজার ওয়ারলেস গেট থেকে ছাত্রদলের সাবেক এই সভাপতিকে তুলে নেয়া হয়।
রিজভী পরিবর্তন ডটকমকে বলেন, ‘মগবাজার মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে সাদা পোশাকের পুলিশ আজিজুল বারী হেলালকে তুলে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এখন প্রশাসনের পক্ষে স্বীকার করা হচ্ছে না। আমরা উদ্বেগ-উৎকণ্ঠায় আছি।’
এদিকে, হেলালের সঙ্গে ছাত্রদলের আরও চার কর্মীকে আটক করা হয়েছে বলে পরিবর্তন ডটকমকে জানান ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।
তিনি জানান, রাত ৮টার দিকে আজিজুল বারী হেলালকে আটক করেছে ডিবির একটি দল। এসময় সেখান থেকে আরও চার ছাত্রদল কর্মীকেও আটক করা হয়। এরা হলেন মোহন, পার্থ, বাবু ও মাসুদ।
এর আগে গত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করা হয়।