195963

বলিউড-ঢালিউডও হার মানবে এদের কাছে!!! (ভিডিও)

বলিউড-ঢালিউডও হার মানবে এদের কাছে (ভিডিও)

বলিউড-ঢালিউডও হার মানবে এদের কাছে (ভিডিও)

বলিউড-ঢালিউডও হার মানবে এদের কাছে (ভিডিও)

অন্যরা যা পড়ছেন…

গেছেন অপু, ছিলেন না শাকিব ও সানী-মৌসুমী

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। এবারের ভেন্যু গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে। শিল্পী সমিতির নেতৃত্বে এর সদস্যদের নিয়ে হয়েছে এ বনভোজন। এবার নানা প্রজন্মের শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে জমজমাট বনভোজনের স্বাদ মিলেছে।

জানা গেছে, দেশের বাইরে থাকায় এবারের বনভোজনে উপস্থিত হননি গেল বছরের শিল্পী সমিতির সভাপতি শাকিব খান। তবে শিল্পীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে সেখানে গেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের প্রাণের সংগঠন। এখানে সবাই পরিবারের মতো থাকি আমরা। প্রতি বছরেই পিকনিকের অপেক্ষা চলে। কারণ এ একটা দিন কাজের বাইরে গিয়ে কেবলমাত্র নিজেদের সময় দিতে পারি আমরা। অনেক সিনিয়ররা থাকেন, জুনিয়ররা থাকেন। দারুণ ভালো লাগে এ মিলনমেলা। তাই গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছেলেকে নিয়ে যেতে পারিনি বলে খুব বেশি সময় থাকা হয় না। তবে একটা ঘণ্টা কাটালেও সেটা প্রাণবন্ত ছিল।’

এদিকে গেল বছরে অনুষ্ঠিত শিল্পী সমিতির পিকনিকের মূল উদ্যোক্তা হলেও এই বছরে দূরে সরে ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী। তারা এবার পিকনিকে যাননি। না যাওয়ার কারণ জানা না গেলেও পিকনিকের দাওয়াত নিয়ে একটি পোস্ট করেছেন ওমর সানী। সেখানে আমন্ত্রণ পত্রে ‘আমন্ত্রণপত্রটি একজনের জন্য প্রযোজ্য’ লেখা থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই চিত্রনায়ক ফেসবুকে আমন্ত্রণপত্রের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শিল্পীদের ঠিকানা হচ্ছে শিল্পী সমিতি। বছরে একটা বনভোজনে প্রতিটি মানুষ চায় তাদের পরিবার নিয়ে অানন্দ করতে। দাওয়াত পেয়েছি তবে একা। তাই পরিবারের মানুষ দের কষ্ট দিতে পারলাম না। গতবার অামরা শিল্পী পরিবার নিয়ে বনভোজন করেছিলাম।’

তবে তার আগের একটি পোস্টে ওমর সানী চারটি আমন্ত্রণপত্র পোস্ট করেন। সেগুলো ছিলো তার নিজেরটিসহ পরিবারের অন্য তিনসদস্য স্ত্রী মৌসুমী, পুত্র ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজাকে দেয়া শিল্পী সমিতির দাওয়াতপত্র। সেই পোস্টে তিনি সমিতির বনভোজনের জন্য শুভকামনাও প্রকাশ করেন।

এবারের পিকনিকে দেখা যায়নি দেশের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্টদেরও। ব্যক্তিগত ব্যস্ততায় ছিলেন না শাকিবের নায়িকা হিসেবে জনপ্রিয়তা পাওয়া বুবলী, চিত্রনায়ক আরিফিন শুভসহ আরও বেশ ক’জন তারকা।

প্রসঙ্গত, এবারের বনভোজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধুলার নানা আয়োজন।

ad

পাঠকের মতামত