195977

কালো বউ দেখে বাড়ি থেকে পালাল ‘বর’

বয়স একটা নিদিষ্ট সময়ে গিয়ে পৌঁছলে সবাই বিয়ে করে এটাই স্বাভাবিক। তবে অনেকেই আবার আগে ভাগে এই কাজটি শেরে ফেলেন। এ রকম বিয়ে নিয়ে অনেক মজার ঘটনা আছে বিশ্বে যা বলে শেষ করা যাবে না।

কিন্তু সম্প্রতি ভারতে একটি বিয়ের পরে এমন একটা ঘটনা ঘটেছে যা শুনলে সবাই হতভম্ব হয়ে যাবেন।

তা হলো- বিয়ের একদিন পরেই রহস্যজনক ভাবে নিখোঁজ হন বর। তাকে দিন রাত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলে না। এমন ঘটনায় বাড়ির লোকজন শেষ পর্যন্ত থানায় ডায়েরি করার সিদ্ধান্ত নিলো। খবর জি নিউজের।

আর তখনই তারা হাতে পেল তাদের ছেলের নিজের হাতের লেখা একটি চিঠি। কি লিখা আছে সেই চিঠিতে? সেটি পড়ে তার বাবা-মা জানতে পারলেন, কেউ তাকে অপহরণ করেনি, কেউ তাকে গুমও করেনি। আসল ঘটনা হলো নতুন বিয়ে করা বউ কালো বলে সে কষ্টে বাড়ি ছেড়েছে।

জানা গেছে, দুই পরিবারের পছন্দে বিয়ে হলেও বিয়ের দিন অতি মেকআপ থাকায় তিনি নাকি বুঝতে পারেননি বউ ‘ফর্সা’ নয়।

বিয়ে করে বাড়ি নিয়ে আসার পর যখন তার বউ মেকআপ তুলে ফেলে তখন তিনি ঘটনাটি বুঝতে পেরে তাকে মেনে নিতে পারছেন না। চিরকুটে শুম্ভনাথ নামের ওই যুবক জানিয়ে দেন, তিনি আর কোনোদিন বাড়িতে ফিরবেন না!

সম্প্রতি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সুতাহাটায়। তবে ওই যুবকের পরিবারের আশা তিনি খুব শিগগিরই নিজের তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে আসবেন। আর বউয়ের গায়ের রঙের চেয়ে তার মনের রঙকে গুরুত্ব দিতে শিখবেন ও সুখে শান্তিতে সংসার করবেন।

ad

পাঠকের মতামত