শাকিব-মিমের ৩১ ‘চুম্মা’ ১০ লাখ ছাড়িয়ে..(ভিডিও)
বিনোদন ডেস্ক
ইউটিউবে ঝড় তুলেছে শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির একটি গান। ‘চুম্মা’ শিরোনামের ওই গানটি মুক্তির দুইদিন যেতে না যেতেই ১০ লাখেরও বেশি লোকের দেখা হয়ে গেছে।
গত রবিবার সন্ধ্যায় এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও মুক্তি পাওয়ার পর ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
গানে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন। এছাড়াও র্যাপে কণ্ঠ দিয়েছেন বনি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।
শাপলা মিডিয়ার প্রযোজনা ও উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হবো’ ছবিটি আসছে ১৬ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে মুক্তির কথা রয়েছে।