195854

বিয়ের পর এ কী হাল আনুশকার!

বলিউড সুন্দরী আনুশকা শর্মা যা পরেন, তাতেই যেন তার সৌন্দর্য্য ফুটে ওঠে। এক কথাই গ্ল্যামার তার সর্বাঙ্গে।

প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’তে আনুশকা পরেছিলেন সালোয়ার-কুর্তা। এরপরের ছবি ‘বদমাশ কম্পানি’তে হঠাৎই ‘বিকিনি লুকে’। তারপর আবার পুরনো ভারতীয় পোশাকেই ফিরলেন এই বলি সুন্দরী। ‘ব্যান্ড বাজা বারাত’ আর ‘পাতিয়ালা হাউজ’ এ তাকে ভারতীয় পোশাকেও যথেষ্ট গ্ল্যামারাস লেগেছে। তিনি যে কোন পোশাকেই সব সময় আবেদনময়ী।

বিয়ের কয়েক দিনের মধ্যে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’র শুটিং ফ্লোরে ফেরেন আনুশকা শর্মা। এছাড়া রয়েছে ‘পরী’র শুটিংয়ের কাজ। সম্প্রতি সেই শুটিংয়ের ছবিও প্রকাশ্যে এসেছে। আর এবার সামনে এলো জনপ্রিয় এ নায়িকার তৃতীয় সিনেমা ‘সুই ধাগা’র দ্বিতীয় পোস্টার। খবর জিনিউজের।

নতুন ছবি ‘সুই ধাগা’র একটি সাধারণ শাড়িতে অনুজ্জ্বল-ন্যাচারাল লুকে তাকে দেখা যাবে। ছবিটিতে একজন ‘সাধারণ ভারতীয় নারী’ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ইতোমধ্যে তার এই ‘সাধারণ নারী’র ছবিটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে।

‘সুই ধাগা’য় আনুশকার বিপরীতে পর্দায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। বরুণ ধাওয়ানও এ সিনেমার একটি পোস্টার রিটুইট করেছেন। যা দেখে তাদের ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।

ad

পাঠকের মতামত