বিএনপি নেতা গয়েশ্বর আটক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। পথিমধ্যে তাকে আটক করে পুলিশ।
গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কর্মকর্তা এম আমিনুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে। রায়কে কেন্দ্র করে এই আটকের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।