195812

বলিউডের যে তারকারা মদ্যপান করেন না

বলিউডের গ্ল্যামার জগত নিয়ে মানুষের কিছু পাকাপোক্ত ধারনা আছে। অনেকেই মনে করেন, বলিউডের নায়ক-নায়িকা মানেই তাঁরা মদ্যপান ছাড়া চলতে পারেন না। কিন্তু অবাক করা হলেও সত্যি যে, বেশ কিছু বলি তারকা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে প্রচণ্ড সচেতন বলে মদ ছুঁয়েও দেখেন না। পাঠকদের জন্য আজ থাকছে সেইসব তারকাদের তালিকা-

দীপিকা পাড়ুকোন: ‘ককটেল’ চলচ্চিত্রে নিজেকে মদ্যপ হিসেবে নিখুঁতভাবে উপস্থাপন করলেও, বাস্তব জীবনে কোন ভাবেই মদ্যপান করেন না দীপিকা।

অক্ষয় কুমার: নিজের স্বাস্থ্য ঠিক রাখতে সিগারেট কিংবা মদ থেকে সবসময়ই দূরে থাকেন ফিটনেস সচেতন অক্ষয় কুমার। বাস্তব জীবনে অত্যন্ত সুশৃঙ্খল নিয়ম মেনে চলেন অক্ষয়।

শহীদ কাপুর: স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে এগিয়ে আছেন শহীদ কাপুরও। নিরামিষভোজী শহীদ খাবারের তালিকায় মাংস যেমন রাখেন না, তেমনি অ্যালকোহল থেকেও দূরে আছেন বহু বছর ধরে।

জন আব্রাহাম: ফিটনেসের ব্যাপারে রীতিমত বাড়াবাড়ি রকমের নিয়ম মানেন জন আব্রাহাম। শুধু মদ্যপান থেকে বিরত থাকাই নয়, জন নিজেকে বিরত রাখেন গভীর রাতের পার্টিগুলো থেকেও।

সিদ্ধার্থ মালহোত্রা: নিয়মিত জিমে গিয়ে শরীর ঠিক রাখেন সিদ্ধার্থ। যে কোন ধরনের অ্যালকোহলের ধারে কাছেও যান না কখনও।

শিল্পা শেঠী: ইয়োগা অনুশীলনের জন্য বিখ্যাত শিল্পা শেঠী। মেডিটেশন নিয়েও অনেক কাজ করেন তিনি। স্বাস্থ্য সচেতন শিল্পাও রয়েছেন মদ না ছোঁয়া বলিউড তারকাদের তালিকায়।

সোনাক্ষী সিনহা: মোটা থেকে বহু কষ্টে শুকিয়েছেন, এখন খুব মেপে খাবার খান, শুকনা থাকার জন্য মদ্যপান থেকেও বিরত থাকেন। সোনাক্ষী জনসম্মুখে এসেও মদ্যপানের ক্কতিকর দিক সম্পর্কে এখন অনেক কথা বলেন এবং ভক্তদের মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দেন।

বিপাশা বসু: বিপাশার পর্দার চরিত্রগুলো থেকে অনেকেই তাঁর সম্পর্কে ভুল ধারনা পোষণ করে। বাস্তবের ফিটনেস সচেতন বিপাশা কখনই মদ্যপান করেন না।

সনু সুদ: সিক্সপ্যাক শরীর নিয়ে বিখ্যাত সনু সুদও মদ্যপান বিরোধী লোক।

ঐশ্বরিয়া রাই: মেধা ও সৌন্দর্য্যের সঠিক সমন্বয় হিসেবেই বিবেচিত ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নিয়ম মানা ঐশ্বরিয়া মদ্যপান করেন না। -মুভি টকিজ

ad

পাঠকের মতামত