এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২শ গজের ভেতরে প্রবেশ নিষেধ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলাকালীন সময় রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজের অভ্যন্তরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যায় এক আদেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা জারি করেন।
আদেশে বলা হয়, যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, সেহেতু ডিএমপি অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রসমূহের ২০০ (দুইশ) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। এ আদেশ ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় বলবৎ থাকবে।