
সৌদি প্রবাসীদের জন্য একটি বিশেষ সতর্কতা !
সৌদিঅারবে যারা ডিস এর কাজ করেন….তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা ডিসের কাজ করেন কোন বাঙ্গালি কাস্টমার যদি এসে বলে ডিসের কাজ করতে যাওয়ার জন্য, চিন্তা ভাবনা করে যাবেন।
কারণ বাঙ্গালি লোক এভাবে কাজের কথা বলে নিয়ে গিয়ে একটা রুমে অাটকিয়ে মারধর করে এবং দেশে ফোন দিয়ে তাদের বাবা, মা এর কাছে মুক্তিপন দাবি করে। গতকাল এইরকম এক ঘটনা ঘটেছে অামার পাশের রুমের একজনের সাথে। তার নাম জাবেদ। তাকে অাটকিয়ে ৫ লক্ষ টাকা দাবি করছে। তাই সবাইকে সতর্ক করার জন্য অামার এই স্ট্যাটাস। দয়া করে সবাই সাবধানে থাকবেন।
মোহাম্মদ বেলাল হোসাইন রিয়াদ, সৌদি আরব !
এডমিননোট : আমরা এরকম অনেকগুলো ঘটনার কথা জানি । বাঙালি ড্রাইভারদের একটা চক্র ‘বাথা’ ‘হারা’ এলাকাতে এই চক্রের সঙ্গে জড়িত ।
যারা একা বাঙালিদের এভাবে ছল-চাতুরির আশ্রয়ে জনমানবহীন জায়গাতে নিয়ে আটকে রাখে । দূতাবাসের পক্ষ থেকে এই চক্রটির বিরুদ্ধে কাজ করছে । কয়েকজন ধরা পড়েছে । এরকম কাওকে চিনে থাকলে, জেনে থাকলে দূতাবাসকে জানান ।
জনসচেতনতায় : আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী