195592

লাইভে ‘মন মাঝিরে’ গানটি কেমন গাইলেন শুভশ্রী, দেখুন ভিডিওতে…

বিনোদন.কম।।
শনিবার একসঙ্গে পার্টি করলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং তার চার নায়িকা। এরা হলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রাইভেট পার্টিটি রেখেছিলেন ফেস-এর কর্ণধার নীল রায়। কিছুদিন আগেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেয়েছে ফেস ক্যালেন্ডার ২০১৮।

তার পরেই বাংলা বিনোদন জগতের বন্ধুদের জন্য বিশেষ পার্টির আয়োজন করেন নীল। আড্ডা ও খাওয়া-দাওয়ার পাশাপাশি মন খুলে গানও গাইলেন অভিনেতারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় গাইলেন তার সুপারহিট ছবি ‘বস’-এর গান ‘মন মাঝি রে’। শুনে নিতে পারেন সেই গান নীচের লিঙ্কটিতে ক্লিক করে—

ad

পাঠকের মতামত